নূরুল হালিম
আমিতো আমাকে চাইনি তোমার কাছে। স্বর্গ নরক প্রেম দ্রোহ বিশ্বাসি অবিশ্বাসী কবি কবিতা কবিত্ব সর্বোপরি আমিত্ব কোনোটাই চাইনি তোমার কাছে। আমার চোখে এখন জলধারা,এও চাইনি।
এই পৃথ্বী বিশ্বব্রমান্ডে আমি নাকি এসেছি,তাও আবার তোমারই কৃপায়। অথচ এ-সব কোনোকিছুই দরকার ছিলোনা কস্মিনকালেও।
এসেই যখন পড়লাম, তোমার ইচ্ছায়,তবে?
…….না কোনো স্তন সর্বস্ব নারী নারীদেহ অর্থ অলংকার পৌরষ, কোনোটারই চাহিদা নেই আমার।
শুধু অনেক ভালোবেসে, গভীর প্রেমে তোমাকে এক পলক দেখতে চেয়েছিলাম।
তুমি দাওনি দেখা।
Leave a Reply