কারিন্না এল্ভিস্ গুলিয়াস
(ব্রাজিল ১৯৮০)
প্রয়াস : শুভদীপ সেনশর্মা
(ভারত)
ঠাণ্ডা ও প্রসারিত দেহ কাপড়হীন
একটি নৌকা-জল ।
নাচতে নাচতে ওরা হ্রদের ওপারে চলে যায়
অনুকারণ করে না, দেখায়।
ওরা সত্যি কথা বলতে জানে,
ওরা চুম্বনের সত্যিকে জানে।
ও মেয়ে তুমি কোথাও
নিজেকে খুঁজে পাবে না,
না পায়ের পাতায়, না দেহে
সমস্ত অগভীর জায়গায় তোমার চোখ
পৌঁছে যাচ্ছ
খোলা হয়েছে হ্রদ
কৃদন্ত দেখাবার জন্য
তোমার মাথা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে তারা
Leave a Reply