হাসনাইন সাজ্জাদী
আমার কাছে বেশ কিছুদিন আগে এক বিজ্ঞ আইনজীবীর প্রশ্ন ছিলো-
কবিতা লিখলে কী হয়,আর তা না লিখলে কী হয়?
কবিতা কী সমাজের কোন উপকার করে? না তা সময়ের অপচয়!
কবিতা কী মানব বিদ্যা? সমাজ সংসারে মানব বিদ্যার প্রয়োজন আছে কী?
আরেক জন আমাকে প্রশ্ন করেন-সব কবিরা কী নারীর জন্য নিবেদিত? না কেঊ কেঊ।
আমার প্রথম প্রশ্নের জবাব ছিলো -কবিতা মানব বিদ্যা।দেশপ্রেম ও সুন্দরের চর্চা কবিতা। আগেকার নীতি কবিতা আমাদের মানস গঠনে সহায়ক ছিলো,আর এখনকার বিজ্ঞান কবিতা আমাদের জীবনকে বিজ্ঞানমানসে গঠন করতে সহায়তা করবে।
তার পাল্টা প্রশ্ন ছিলো তবে আধুনিক কবিতা কী উপকার করে? তা কী সময়ের অপচয় নয়?
আমি জবাব দিয়েছিলাম-দেশপ্রেম ও নীতিবোধ আধুনিক কবিতায়ও রয়েছে।
সেই আইনজীবী মাত্র কয়েকদিন আগে জানালেন,
লাইভে এসে কবিতার বিষয় শীগগির তার মতামত জানাবেন। কী জানাবেন -এটা তার ব্যাক্তিগত স্বাধীনতা বলে আমি আলোচনা আর বাড়াইনি।কারণ তার মতামতও আমাদের জানা দরকার।
দ্বিতীয় প্রশ্নের উত্তর আমার মতে-কবিদেরকে নারীর পাশে থাকা উচিৎ। নারীবাদ প্রতিষ্ঠা ও নারী পুরুষের সম্মানজনক সম্পর্কই আমার মতে শিল্প।
আর ব্যাক্তিগত সম্পর্ককে সামাজিকভাবে আলোচনার অনুসঙ্গ করা উচিৎ নয়। তাতে কবিদের সম্পর্কে সমাজের ভুল ধারণা আরো বাড়ে। নারী পুরুষের সম্পর্ক ব্যাক্তিগত পর্যায়ে বিবেচনা করা উচিৎ।
ধন্যবাদ