মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন

কবি এস এম শাহনূরের শুভ জন্মদিন

কবি এস এম শাহনূরের শুভ জন্মদিন

ভোরের বাতাসে হেম কুমুদিনীর গ্রাসে স্মৃতির অ্যালবাম খুলিও;
মম দেয়া ব্যথা, নির্মম যত কথা তব আপনার সৌরভে ভুলিও।
ঠিক এমনি ভাবে ” মনে রেখো ” কবিতা দিয়ে তিনি এক মোহময়ী ঈন্দ্রজালে কবিতার ফ্রেমে বন্দি করেছেন এক’শ একটি ভিন্ন স্বাদ,রঙ আর গন্ধে ভরা কবিতা। কে এই কবি? কীবা তাঁর পরিচয়?
আসলে কবিতার কথা,ভাব আর রচনাশৈলীই একজন কবির সত্যিকারের পরিচয়। একজন পাঠক হিসাবে কোনো কবির নাম ঠিকানা জানার আগে তাঁর মৌলিক লেখার সাথে পরিচিত হতে আমার ভাল লাগে।আমার পঠিতব্য যাঁর লেখা ভাল লেগেছে এমন একজন কবি হলেন এস এম শাহনূর।কেউ বলেন,তিনি তারুণ্যের কবি,কেউ বলেন, জাগরণের।আমি বলি তিনি মানবতারও কবি।বৈশ্বিক মহামারি করোনা কালীন বাংলা সাহিত্যের যে কয়জন কবি ও লেখক নিজের লেখার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করে চলেছেন কবি এস এম শাহনূর তাদের মধ্যে অন্যতম একজন।অন্যতম এ কারণে বলছি, অন্য কবি লেখকগণ যখন শুধু সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তুলেন,কবি তখন সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শৈল্পিক ভাবে বেশকিছু পাঠক প্রিয় গান ও কবিতা রচনা করেছেন।যা পাঠক নন্দিত হয়েছে। কবির লেখা স্মৃতির মিছিলে নামক কাব্য গ্রন্থটি আমার বেশ ভাল লেগেছে।আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ও উপন্যাসিক ব্রাহ্মণবাড়িয়ার তিতাস পাড়ের কবি আল মাহমুদের যোগ্য উত্তরসূরি এ কবির আজ জন্মদিন। কবির জন্মদিনের শুভেচ্ছা বার্তা হিসেবে স্মৃতির মিছিলে’র কিছু পঙক্তি ও আমার মতামত আপনাদের নিবেদনে জ্ঞাপন করছি।
( ক ) প্রেম-বিরহ আর সৌন্দর্যের বন্দনা তাঁর লেখায় চমৎকারভাবে ফুটে উঠেছে। যেমনঃ”প্রেম ” কবিতায় –

“প্রেমের মালঞ্চে যাবনা আর থাকবো কল্পনায়,
তোমার আমার স্মৃতির খাতার নির্বাক পাতায়। ”
অথবা ” এক যুগের চেনা”কবিতায় – –

“চেনা থেকে বারটি বসন্ত এ হৃদয় ভরি তুমি প্রেম আর ফুল,
রূপবতী কিংবা ময়ূর কন্যার সাথে তব নেই কোনো তুল।
( খ ) ব্যক্তিগত জীবনে চীন জাপান মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিংগাপুর ভিয়েতনাম,সাইপ্রাস সহ তিনি ঘুরে বেড়িয়েছন হাজারো নদী, সাগর মহাসাগর । তাই “স্বাধীনতা” কবিতায় নিজের দেশকে নিয়ে তিনিই কেবল লিখতে পারেন – –
“স্বাধীনতা তুমি চির কুমার কবির সর্বানুভূতি ঘিরে,
তোমারই ইতিহাস ছড়ায় কবি অলিগলি বন্দরে।” কিংবা বলতে পারেন – -“আর নয় যুদ্ধ” কবিতায় –

“হে মোর বঙ্গ জননী, তোমার ঐ পাষণ্ড ছেলেকে জানাও কঠোর রোষে;
ফুল হাতে ওরা যেন না আসে শহীদ মিনারের পাশে।”
( গ ) “যে কথা যায়নি বলা” কবিতায় – –

“তুমিতো পথ ভুলে এসেছ নেমে ধুলির ভূমে
বুকের হালকা কম্পন চোঁখের চেয়ে থাকা নিয়ে
কতবার অস্পষ্ট স্বরে বলেছি- দাঁড়াও মেয়ে,
একটি নতুন কথা বলবার প্রেমে।”
শুধু কী তাই? তিনি আরও বলেন, “স্মৃতির মিছিলে ” কবিতায় – –

“নেই সেই দিন মুক্ত জীবন আর হরিণ গতি,
এত সখী আর খেলার মাঝে রইল শুধু স্মৃতি ।
আপন খেয়ালে গিয়েছিনু ঐ দূর কাঁশবনে,
পাতি হাঁস যেথা ডিম পাড়িত কেউ নাহি তা জানে ।
– – – – – – – – – – – – – – – – – – – – –
– – – – – – – – – – – – – – – – – – —-
চৈতী সন্ধ্যায় বটতলায় আপন মনে বাজাইতাম বাঁশের বাঁশি ।
সাহেব হবো শিল্পী হবো, হবো কবি আরও ভাবিতাম কত কী!
তখন নীলাকাশে উঁকি মারিত এক ফালি চাঁদ,
আবার যদি শিশু হতাম! আজি মনে জাগে বড় সাধ।” আমার বিশ্বাস” স্মৃতির মিছিলে” কাব্যগ্রন্থ হাতে নিয়ে পড়তে শুরু করলে সকল পাঠক এক অজানা নষ্টালজিয়ায় কিছু মুহূর্তের জন্য হলেও নিজেকে হারিয়ে ফেলবেন নিশ্চয়ই।
শুভ জন্মদিন কবি।।

💻লেখিকা: সৈয়দা জাহিদা সুলতানা রত্না
আইন গবেষক ও সহকারী এটর্নি জেনারেল,
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

এই সংবাদটি শেয়ার করুনঃ

One response to “কবি এস এম শাহনূরের শুভ জন্মদিন”

  1. Hasnain Sajjadi says:

    শুভ জন্মদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD