অরিন্দম দেব, কলকাতা।।
১] *নাম(মাহাত্ম) বা স্ট্যাটাস কুও?*
দিচ্ছি আমি স্ট্যাটাস আমার,
লও গো সবে পড়ি,
“দেব” আমি অরিন্দম সে,
কি আর বলো করি?
২] *নামকরেনের পশ্চাতকথন বা ফুটনোটঃ-*
পিতৃদত্ত পদবিটি তায়,
আমার নেই রোষ,
তবু, রক্তমাংসে মানুষ বটে
হয়তো এটাই দোষ!
৩] *ঝগড়া করার বা করতে পারার প্রসঙ্গেঃ-*
একগুঁয়ে একরোখাও বটে,
কাব্য – ছড়া করি,
আর অনুভূতি প্রবন বলেই
মরমেতেই মরি!
হঠাৎ সাধারণ কথাতে
বড্ডো মনে লাগে,
এটাই আমি ভীষণ ডরি-
বলেই রাখি আগে!
আমার তো দোষ প্রচুউউউউর আছে
কারন নামেই ” দেব “,
কোদাল কে সে কোদাল বলার
স্বভাব অতএব!
আমি নিজে দোষী হলে
বিনা সে দ্বিধায়,
চাইতে ক্ষমা পিছোইনা কো
কোনই ভরা সভায়!
এখানেও যে ভয় করি সে
সম্পর্ক থাকার,
প্রশ্নচিহ্ন যায় সে উঠেই
গ্রহণযোগ্যতাটার!
৪] *কী কী করেছি / করতে পারি/ করতে চাই / করে চলেছি/ করবোঃ-*
লেখালেখি – পড়েই পাওয়া,
শখেই কলম ধরে,
ওই কাব্য – ছড়া রসবোধে সে
চলছে গড়গড়িয়ে!
৫] *ফেবুতে কবে থেকেঃ-*
২০০৯ সালেই
ফেবুতে হাতখড়ি,
আর আজ এটাতে লেখা সবার
খুবই কদর করি,
ফুট কাটতাম, কমেন্ট দিতাম
ইনবস্কে ঘুরে ঘুরে –
মুখগ্রন্থ তুলেই দিলো –
আমায় গাছে ওরে!
এই এতবড় লম্বা লিস্টি
বন্ধু গেছে ভরি
এরা আমায় ভালোবাসে –
তাই এদের কদর করি!
৬] *অন্য চারিত্রিক বৈষিষ্টঃ-*
“খাদ্যরসিক” সুনাম যে আজ
প্রশ্নচিহ্ন তোলে,
ওই পেটুকবৃত্তি, লভেছে সিদ্ধি
হায়,কালের কপোলতলে!
তবু আমার একটাই গুণ
কি নির্গুণ বলো,
ছন্দ দিয়ে মজার কথা
গাঁথি গো জোরালো!
৭] *অাবেদনের বিশেষ কারনঃ-*
আরো কী কী বলতে হবে
জানিনা বন্ধুগন,
এর বেশি আর বুঝিনা হায়!
সেথায় নলেজ সঙ্কুলান !!!!
৮] *উপসংহারেণ আবেদনমিদংঃ-*
করবে কি গো কবির গ্রুপেই
তোমরা আমায় কদর?
পারবো কি আর হতেই ওগো
পছন্দেরই সাদর!
তাই যদি হয়, শার্ট নয় গো
পরিয়ে দিও চাদর!
উত্তরীয় সমই যে তা,
জড়াবো আট প্রহর,
কোনো কিছু ভুল করলেই
করবো গজর গজর!
তা সত্বেও গুরুত্বটা
থাকবে সদাই নজর,
আর শতেক মনমালিন্যতেও
রাখবে খোলা যে দোর?
এবার তো কও,
ঠিক হলো কি,
এ আবেদনের বহর?
ভুল যা সে হয়, আমারই গো
করিনা যা নজর!
তাই সকল কাছে চাই গো ক্ষমা
জোড়হাতে বেশ সজোর!
Leave a Reply