বাকের সরকার বাবর।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকছিনা – কুল্লাবাড়ী আলোড়ন সংঘের আয়োজনে আলোড়ন প্রিমিয়াম লীগে সুমন হক একাদশ ৬ উইকেটে স্বপ্নতরী একাদশকে পরাজিত করে ।
আজ (২৬ ডিসেম্বর) দুপুর ২ টায় আকছিনা কুল্লাবাড়ী বাড়ী মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল ম্যাচ উদ্বোধন করেন কসবা প্রেসক্লাবের সহ-সভাপতি ইন্জ্ঞিনিয়ার বাকের সরকার বাবর, কসবা পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, আবুল কালাম আজাদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কসবা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান মানিক,খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরন করেন। প্রধান অতিথি সাইদুর রহমান মানিক বলেন,
সমাজকে বিনিমার্ণ করতে হলে, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। তিনি আরো বলেন- খেলাধুলার সাথে যেসব যুবকরা সম্পৃক্ত থাকবে তারা কখনো মাদকাসক্ত হবেনা, তাদের দ্বারা কখনো সমাজের খারাপ কিছু হবেনা। তাই খেলাধুলা হোক মাদকমুক্ত যুব সমাজ গঠনের হাতিয়ার।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গোলাম কিবরিয়া মিলন, ইসমাইল হোসেন খোকন, মোঃ আলমগীর উসমান ভূইয়া, প্রভাষক কসবা টি আলী বিশ্ববিদ্যালয় কলেজ, তরুন ছাত্র নেতা আবির মোহাম্মদ সোহাগ । অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আজিজুল ইসলাম বাচ্চু চেয়ারম্যান ওটিপি, মোঃ কামাল হোসেন প্রপাইটর বাজাজ কসবা ও শহীদুল ইসলাম। উক্ত খেলায়
ম্যান অব দ্যা ম্যাচ শরীফ মিয়াজী,
প্লেয়ার অফ দ্যা সিরিজ রিয়াজুল ইসলাম রিদয়,
সেরা বোলার সুমন হক,
সেরা ব্যাটসম্যান স্বপন মিয়া ।
আয়োজক কমিটির সদস্যবৃন্দ হাজী মু শামীম, এনায়েত উল্লাহ জুটন,রাকিবুল হক রুমন,মু সবুজ ভূইয়া, মু আলী হোসাইন, কে এম আশরাফুল ইসলাম রনি,মু.সুমন মিয়া,সোহেল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
Leave a Reply