নেপাল চন্দ্র সাহা।।
আজ বৃহস্পতিবার সকালে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় বার্ষিক উন্নয়ন তহবিলের অর্থায়নে প্রান্তিক নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হস্তশিল্পের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করণে ১৫দিনব্যাপী বিউটিফিকেশন প্রশিক্ষণ উদ্বোধন করা হয় ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খান, উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন ফেরদৌসি রাখি ও উপজেলা সাব রেজিস্ট্রার নাসরীন জাহান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রৌনক ফারজানা রুবা।
Leave a Reply