মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:২২ অপরাহ্ন

কসবায় ওসি মহিউদ্দিন যোগদানের ৮ মাসে ৫ কোটি টাকার মাদক ও গাড়ি আটক

কসবায় ওসি মহিউদ্দিন যোগদানের ৮ মাসে ৫ কোটি টাকার মাদক ও গাড়ি আটক

আবুল খায়ের স্বপন।।
কসবায় থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বিগত আট মাসে প্রায় ৫ কোটি টাকার বিভিন্ন মাদক ও গাড়ি আটক করা হয়েছে। কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম যোগদানের পর থেকে শুরু হয় মাদক বিরোধী অভিযান। সম্প্রতি জেলায় মাদক উদ্ধারে শ্রেষ্ট ওসির খেতাব পেয়েছেন তিনি।
কসবা থানা সুত্রে জানা যায়, গত আট মাসে প্রায় সাড়ে চার কোটি টাকার বিভিন্ন মাদক আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। পাশাপাশি মাদক পাচারে ব্যবহৃত প্রায় এক কোটি টাকা মুল্যমানের বিভিন্ন ধরনের পরিবহন আটক করা হয়েছে। মাদক ব্যবসায়ী এবং পাচারকারী আটক হয়েছে ২২২ জন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৪০ মন গাজা, ১৫ হাজার দুইশত ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২৫ বোতল বিদেশী মদ, ১৩৭ বোতল ফেন্সিডিল, বিয়ার ১৫৩ বোতল ও হুইস্কি ১৭ বোতল।
ভারতের ত্রিপুরা রাজ্য ঘেঁষা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ১৯ কিলোমিটার সীমান্ত দিয়ে প্রতিনিয়ত বিজিবি ও পুলিশের চোখ ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার মদ, ইয়াবা, গাজাসহ নানা ধরনের মাদক দ্রব্য ভারত থেকে নামানো হচ্ছে। সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম জানান, এই থানায় যোগদানের পর থেকে যে পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছি তা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশী। সীমান্তবর্তী হওয়ায় এই উপজেলায় সীমান্তের ওপার থেকে নেমে আসে এসব মাদক। উদ্ধারের পাশাপাশি মাদকের পাচার ও ব্যবহার বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলতে হবে তাহলে কসবা উপজেলাবাসী ভয়াবহ মাদকের কবল থেকে রক্ষা পাবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD