রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৮:৩৬ পূর্বাহ্ন

কসবায় কবরস্থানের পাশে বিকট শব্দে বিস্ফোরণ ও অগ্নোৎপাত,এলাকায় আতঙ্ক

কসবায় কবরস্থানের পাশে বিকট শব্দে বিস্ফোরণ ও অগ্নোৎপাত,এলাকায় আতঙ্ক

মো.আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এককবর স্থানের পাশে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে মাটির নীচ থেকে অগ্নোৎপাতের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (০৮আগস্ট) সকালে কসবা পৌর এলাকায় কসবা-কুটি চৌমুহনী সড়কের বিশারাবাড়ী নামক স্থানে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলেএসে আগুন নির্বাপণ করেন। উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ঈদ উল আযহায় ওই গ্রামে জবাইকৃত প্রায় শতাধিক পশুর চামড়া বিক্রি করতে না পেরে গ্রামবাসী ঘটনাস্থলে ওই চামড়া পুতে ফেলেন। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছেন ওই পুতে রাখা পশুর চামড়া পঁচে গ্যাস সৃষ্টি হয়ে বুদবুদ আকারে উদগীরন হতে থাকে। কোন পথচারী সিগারেট খেয়ে ও ইস্থানে নিক্ষেপের কারনে এই ঘটনা ঘটে। এতে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান জানান,প্রাথমিকভাবে ধারনা করছি কোরবানীর পশুর চামড়া পচে গ্যাস সৃষ্টি হওয়ায় বিস্ফোরিত হয়েছে। তবে কসবা প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ এলাকাহিসেবে পরিচিত। তাই এ বিষয়ে সালদা ও বাখড়াবাদ গ্যাস কতর্ৃপক্ষকে অবগত কর হয়েছে। অগ্নোৎপাত পশুর চামড়া পচে নাকি প্রাকৃতিক গ্যাসের কারনে হয়েছে তা যাচাই বাছাই করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD