মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:৫২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ছেলের আবেদনে কবর থেকে তোলা হলো বাবার লাশ

কসবায় ছেলের আবেদনে কবর থেকে তোলা হলো বাবার লাশ

বাকের সরকার বাবর।।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোঁড়া হচ্ছে নান্নু মিয়ার কবর
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোঁড়া হচ্ছে নান্নু মিয়ার কবর

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দাফনের সাতদিন পর নান্নু মিয়া নামে এক বৃদ্ধের লাশ কবর থেকে তোলা হয়েছে। ওই বৃদ্ধের ছেলের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ তোলার নির্দেশ দেয় আদালত।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুলাহ আল বাকীর উপস্থিতিতে ওই উপজেলার ব্রাহ্মণগ্রামের কবরস্থান থেকে নান্নু মিয়ার লাশ তোলা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণগ্রামের নান্নু মিয়া ১৩ জানুয়ারি রাতে নিজ বাড়িতে রহস্যজনক কারণে মারা যান। পরদিন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় ১৫ জানুয়ারি নান্নু মিয়ার ছেলে মামুন মিয়া প্রতিপক্ষের পাঁচজনের বিরুদ্ধে কসবা থানায় মামলা করেন। মামলাটি আদালতে গেলে লাশ তুলে ময়নাতদন্তের নির্দেশ দেন বিচারক।

কসবা থানার এসআই রওশন হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে কবর থেকে নান্নু মিয়ার লাশ তুলে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD