বিশেষ প্রতিনিধি।।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল রোববার সন্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্টিঠত হয়। মিছিলটি কসবা উপজেলা ছাত্রলীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে কসবা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চত্ত্বরে এসে শেষ হয়। পরে মুক্তিযোদ্ধা ভাষ্কায়ের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
সেখানে উপজেলা আফজাল হোসেনের সভাপতিত্বে দলীয় নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
নেতারা বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিরোধিতা করেছে, তারাই ভাস্কর্য ভেঙেছে। তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন ছাত্রলীগ নেতারা।
Leave a Reply