মো. অলিউল্লাহ সরকার অতুল; কসবা, ব্রাহ্মণবাড়িয়া।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাক্ষিক সকালের সূর্য ও সিডিসি স্কুলের যৌথ আয়োজনে স্মরণ সভা সোমবার (৩১ আগস্ট) কসবার সিডিসি স্কুলে অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভায় বঙ্গবন্ধুর স্মরণে আলোচনা, কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠনে সিডিসির প্রতিষ্ঠাতা পরিচালক এবং সকালের সূর্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. সোলেমান খানের সভাপতিত্বে আলোচনা করেন, সিডিসি স্কুলের প্রধান সমন্বয়কারী তাছলিমা আক্তার কাকলী, সহকারী প্রধান শিক্ষক সন্ধ্যা রানী সাহা, শিক্ষক নাছির উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক মো. অলিউল্লাহ সরকার অতুল। অনুষ্ঠানে সংগীত শিল্পী মো. আবদুর রৌফ এর সঞ্চালনায় আলোচনার ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন শিক্ষক তামান্না আক্তার, শিক্ষার্থী ফারিহা ইসলাম সাওদা, সাবিকুন নাহার হিয়া। অনুষ্ঠানে সাংবাদিক মো. রুবেল আহমেদ, ভজন শংকর আচার্য্য, আনোয়ার হোসেন উজ্জলসহ শিক্ষক, সাংবাদিক ও অভিভাবক উপস্থিত ছিলেন।
Leave a Reply