মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ন

কসবায় মাত্র ৩০ টাকায় পেঁয়াজ দিচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)

কসবায় মাত্র ৩০ টাকায় পেঁয়াজ দিচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)

লিয়াকত মাসুদ কসবা ব্রাহ্মণবাড়িয়া।।

দ্রব্যমূল্যের উধ্বমুখী বাজারে পেঁয়াজের দাম যখন হু হু করে বাড়তে শুরু করেছে তখনই ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাত্র ৩০ টাকায় পেঁয়াজ দিচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) উপজেলার মেহারী ইউনিয়ন পরিষদের সামনে ন্যায্যমূল্যে টিসিবির পেঁয়াজ বিক্রি করা হয়।
আজ ১৯ (নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মেহারী ইউনিয়ন পরিষদের মাট প্রাঙ্গণে সামাজিক নিরাপত্তা দূরত্ব বজায় রেখে টিসিবির ৩০টাকা ধরে ন্যায্যমূল্যে পিয়াজ বিক্রি করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম এর নির্দেশনা মোতাবেক কসবা উপজেলার টিসিবির ডিলার মোঃ আবু কাউছারের মাধ্যমে নির্ধারিত মূল্যে ৭শতাধিক লোকের মাঝে বরাদ্দকৃত পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে ২৫০০ কেজি বিক্রি করা হয়।
এ সময় মেহারী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হালীম ইউনিয়ন সচিব বিদান চন্দ্র ভট্টাচার্য,
ইউনিয়ন ছাএলীগের সভাপতি রুবেল মিয়া সদস্য মো সানু মিয়া, জুয়েল মিয়া, হাসিনা বানু, কুদ্দুস মিয়া, বাদল আহমেদ, লিজা বেগম, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এলাকাবাসীর দাবি টিসিবির পণ্য আরো বৃদ্ধি করা হোক।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD