মো. অলিউল্লাহ সরকার অতুল, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।
মুজিব বর্ষের আহ্বান,তিনটি করে গাছ লাগান- এ শ্লোগনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে কসবা পৌর সভার পক্ষ থেকে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরন কর্মসূচী পালন করা হয়। সোমবার (৩১ আগষ্ট) সকালে শোকাবহ আগষ্টের শেষ দিবসে পৌরসভা কার্যালয়ে বৃক্ষরোপন ও চারা বিতরন কার্যক্রম উদ্বোধন করেন কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল। বৃক্ষরোপন কর্মসূচীতে বৃক্ষরোপনের পাশাপাশি উপজেলা সকল কিন্ডারগাটেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কলেজ ও মাদারাস সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১ হাজার গাছের চারা বিতরন করা হয়। প্রতি শিক্ষা প্রতিষ্ঠানকে ১০টি করে ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা দেয়া হয় । শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত থেকে পৌর মেয়রের কাছ থেকে এসব গাছের চারা গ্রহণ করেন। চারা বিতরণ শুরু হওয়ার আগে মেয়র পৌরসভা কম্পাউন্ডে বৃক্ষরোপন করেন। এসময় পৌর কাউন্সিলর আবু সায়্যিদ, মো.রঙ্গু মিয়া. হেলাল সরকার, কসবা টি.আলী ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি শফিউর রহমান সাগর, যুগ্ন-সাধারন সম্পাদক রিফাত আহমেদ, উপজেলা ছাত্রলীগ সদস্য হৃদয়, আতিক ও জাবেদ চৌধুরী সহ চারা বিতরন অনুষ্ঠানে পৌরসভার সকল কর্মকর্তা, কাউন্সিলরগন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply