উজ্জল হোসেন।।
আজ শনিবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে মেহারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ,উপ নির্বাচন সম্পন্ন হয়েছে।
উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহি অফিসার জনাব মাসুদ উল আলম, সহকারী কমিশনার ভূমি জনাব হাসিবা খান, কসবা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মিজানুর রহমান, কসবা থানার ওসি জনাব লোকমান হোসেন, ওসি (তদন্ত) জনাব আসাদুল ইসলাম, মেহারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আব্দুল হালিম, এসআই আনোয়ার হোসেন, এসআই হারুন সহ বিভিন্ন কর্মকর্তাগন।
ভোট গণনা শেষে নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব নাজমুল হক সিকদার জানান তালা প্রতীক নিয়ে মোঃ বাদল মিয়া ৬০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোরগ প্রতীক নিয়ে আবুল খায়ের পেয়েছেন ৪৭৮ ভোট।
নির্বাচনকে ঘিরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিপি ও র্যাব ১৪ কে সারাদিনই টহল দিতে দেখা যায়।
Leave a Reply