শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন

কসবায় শালুক তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

কসবায় শালুক তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

লিয়াকত মাসুদ কসবা থেকে।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শালুক তুলতে গিয়ে খালের পানিতে ডুবে ফাতেমা আক্তার (৮) ও মীম আক্তার (৭) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার কুটি ইউনিয়নের শরৎনগর গ্রামে এ ঘটনা ঘটে। তারা দুইজন সম্পর্কে চাচাতো বোন। ফাতেমা আক্তার ওই গ্রামের তৌহিদ মিয়ার মেয়ে ও মীম আক্তার জাহাঙ্গীর হোসেনের মেয়ে। দুই শিশুর মৃত’তে পরিবারে চলছে শোকের মাতম।

নিহতদের পারিবারিক সুত্রে জানা যায়, রোববার দুপুরে ফাতেমা ও মীম পরিবারের লোকজনের অজান্তে শালুক তুলতে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ির অদুরে বিলে নামতে গিয়ে দুজন খালের পানিতে পড়ে ডুবে যায়। কয়েকঘন্টা যাবত শিশু দুটি ঘরে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করতে থাকে।

তাদের খুঁজে না পেয়ে পরিবারে লোকজন কান্নাকাটি শুরু করে। দুপুর প্রায় আড়াইটার দিকে খোঁজাখুজির এক পর্যায়ে পাশ্ববর্তী বজলুর খালে দুই শিশুর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন ।

পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। দুই শিশুর মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD