অলিউল্লাহ সরকার অতুল।।
কসবা উপজেলার আকছিনা গ্রামে ওডিপি (অর্গানাইজেশেন ফর ডেস্ট্রিটিউট পিউপলস) এবং সার্চঅর্গানাইজেশন এর যৌথ উদ্যোগে গতকাল বুধবার (২০জানুয়ারি) ৩৫০ জন অসহায় ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) হাসিবা খান। শিক্ষানুরাগী প্রবিণ ব্যক্তিত্ব সাবেক চেয়ারম্যান হামিদুল হক মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ওডিপি’র চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম বাচ্চু, ব্যাংক অব এশিয়ার কসবা শাখার ব্যবস্থাপক সাইফ আহমেদ, কসবা প্রেসক্লাব যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হোসেন পলা, অর্থ-সম্পাদক ও বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চলের ডিআরসি (আইসটি) মো. অলিউল্লাহ সরকার অতুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সার্চ অর্গানাইজেশন এর সভাপতি মো. রাকিবুল হক রোমন, সাধারণ সম্পাদক ও প্রথমআলো বন্ধুসভা কসবা শাখার সভাপতি মো. সাইদুর রহমান। এসময় এলাকার শিক্ষক, সাংবাদিক, স্কাউটস, সমাজসেবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ৩৫০জন গরীব ও অসহায় মানুষকে সাল, কম্বল, ও সোয়েটার বিতরণ করা হয়।
Leave a Reply