অলিউল্লাহ সরকার অতুল।।
গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ৬০ বিজিবি’র অধীনস্ত কসবার চন্ডিদ্বার সীমান্ত ফাঁড়ির জোয়ানরা বিশেষ অভিযান চালিয়ে গোপীনাথপুর ইউনিয়নে’র ফতেহপুর গ্রামের রাস্তা থেকে ৩০ কেজি গাঁজা ভর্তি সিএনজিসহ ২ যুবককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার।
গ্রেফতারকৃতরা হচ্ছে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া গ্রামের কামাল মিয়ার ছেলে জসিম মিয়া (১৬) ও আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের নুরুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম। এব্যাপারে কসবা থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply