বিশেষ প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার গুরুহিতে সরকারি খালের উপর নির্মানাধীন এই স্থাপনা উচ্ছেদ করা হয়।
আজ বুধবার সকালে (২৩ ডিসেম্বর) অবৈধ স্থাপনা উচেছদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান।
পৌর এলাকার গুরুহিতের পাশে খালের উপর অবৈধ স্থাপনা নির্মান করছিলো দিদারুল ইসলাম । খালের উপর নির্মিতব্য অবৈধ স্থাপনার বিষয়ে উপজেলা প্রশাসনের নিকট অভিযোগ দেয় কসবা সদর ইউনিয়ন ভূমি অফিসের লোকজন। ফলে বুধবার সকালে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা প্রশাসন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান বলেন; উপজেলার পৌর এলাকায় সরকারী খালের উপর অবৈধ স্থাপনা নির্মান করা হচ্ছিল। খবর পেয়ে এই অবৈধ স্থাপনা ভেকু মেশিন দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply