বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

কসবা পৌরসভার সরকারি খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কসবা পৌরসভার সরকারি খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বিশেষ প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার গুরুহিতে সরকারি খালের উপর নির্মানাধীন এই স্থাপনা উচ্ছেদ করা হয়।

আজ বুধবার সকালে (২৩ ডিসেম্বর) অবৈধ স্থাপনা উচেছদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান।
পৌর এলাকার গুরুহিতের পাশে খালের উপর অবৈধ স্থাপনা নির্মান করছিলো দিদারুল ইসলাম । খালের উপর নির্মিতব্য অবৈধ স্থাপনার বিষয়ে উপজেলা প্রশাসনের নিকট অভিযোগ দেয় কসবা সদর ইউনিয়ন ভূমি অফিসের লোকজন। ফলে বুধবার সকালে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা প্রশাসন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান বলেন; উপজেলার পৌর এলাকায় সরকারী খালের উপর অবৈধ স্থাপনা নির্মান করা হচ্ছিল। খবর পেয়ে এই অবৈধ স্থাপনা ভেকু মেশিন দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD