আবুল খায়ের স্বপন।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের কৃতিসন্তান, কসবা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক, কসবা উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, কসবা বিআরডিবির সাবেক সহ-সভাপতি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম ভূইয়া (সিরাজ মাস্টার) এর স্মরণে বুধবার (০৮ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কসবা প্রেসক্লাবের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাশেদুল কাওসার ভূইয়া।
প্রেসক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের স্বপন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকা, কসবা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. তছলিম মিয়া, বিনাউটি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. শহীদুল হক, বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অব.) শামছুল আলম, প্রেসক্লাব সহ-সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন পলা, সহকারী অধ্যাপিকা হেলেনা বেগম, উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক কাজী মানিক প্রমুখ। স্মরণসভায় স্মৃতিচারণ করেন সিরাজ মাস্টারের সন্তান এড. রিয়াজুল ইসলাম রাসেল, নিগার সুলতানা, জামাতা ফেরদৌস ওয়াহিদ। এসময় মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধিজনেরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মরহুম সিরাজ মাস্টার এর কর্মময় জীবনের উপর আলোচনা করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের স্বপন।
পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কসবা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. আবদুল হান্নান।
Leave a Reply