নেপাল চন্দ্র সাহা
আজ বুধবার(২১অক্টোবর) দুপুরে কসবার মূলগ্রাম বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সামাজিক নিরাপত্তা দূরত্ব বজায় রেখে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম এর নির্দেশনা মোতাবেক মূলগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ মইনুল হোসেনের উপস্থিতিতে কসবা উপজেলার টিসিবির ডিলার মোঃ আবু কাউছারের মাধ্যমে নির্ধারিত মূল্যে ৩ শতাধিক লোকের মাঝে বরাদ্দকৃত চিনি প্রতি কেজি ৫০ টাকা দরে ২০০কেজি, মসুর ডাল প্রতি কেজি ৫০টাকা দরে ৩০০কেজি, সয়াবিন তৈল প্রতি লিটার ৮০ টাকা দরে ৫০০ লিটার এবং পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে ৭০০কেজি বিক্রি করা হয়।
এ সময় ইউপি মেম্বার মোঃ আনিসুল হক ও মহিলা সংরক্ষিত সদস্য পারভীন আক্তার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এলাকাবাসীর দাবি টিসিবির পণ্য আরো বৃদ্ধি করা হোক।
Leave a Reply