বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন

কাঠালিয়ার ছৈলারচর’কে পর্যটন সুবিধার দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান

কাঠালিয়ার ছৈলারচর’কে পর্যটন সুবিধার দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান

মোঃ আমির হোসেন,ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ছৈলারচরকে পূর্ণাঙ্গ পর্যটন সুবিধার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “সামাজিক আন্দোলন কাঠালিয়া” ছৈলারচরে এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এসময় বক্তব্য রাখেন সামাজিক আন্দোলন’র প্রতিষ্ঠাতা সভাপতি অমিত হাসান তুহিন সিকদার, উপদেষ্টা মোঃ নাসিম মিরবহর, মোঃ কামাল হোসেন ও মো. হেতায়েত উল্লাহ জিহাদ প্রমূখ। মানববন্ধন শেষে ঝালকাঠি জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. আরিফুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তারা ছৈলারচরকে পূর্ণাঙ্গ পর্যটন সুবিধা দেয়ার দাবি জানান।

উল্লেখ্য, ২০১৫ সালে ঝালকাঠির জেলা প্রশাসন কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর তীরে জেগে ওঠা ৩০ একর বিস্তৃর্ণ এলাকা জুড়ে নৈসর্গিক এ ছৈলারচরকে পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট ঘোষণা করা হলেও দীর্ঘ পাঁচ বছরেও এখানে পর্যটক সুবিধা প্রদানের লক্ষ্যে কোন উন্নয়নমূলক কাজ বা প্রকল্প গ্রহণ করা হয়নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD