মোঃ আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির কাঠালিয়ার কৈখালী বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট শাখা উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় ভান্ডারিয়া ইসলামী ব্যাংকের অধীনে মেসার্স মাসুম মেডিকেল হলে ৩নং শাখা উদ্বোধন করা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৮২টি শাখার একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম। পরে কৈখালী শাখার উদ্বোধন ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন ফরাজী।
এসময় উপস্থিত ছিলেন ভান্ডারিয়া ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মো. নুর-ই- আলম জিয়া, ব্যাংকের অফিসার (এজেন্ট) মো. ইব্রাহিম খান, ইসলামী ব্যাংক কৈখালী শাখার পরিচালক মো. হারুন অর রশিদ প্রমুখ। ইসলামী ব্যাংক বাংলাদেশের অধীনে ১৫০০তম এজেন্ট শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধনী শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply