হাসনা হেনা রানু
ভালবাসার অধিকারে দিয়েছি প্রশ্রয় –
আকাশ নীলের পশরা ছড়িয়েছে অবেলায়,
মেঘেরা কষ্ট পায় বৃথাই :
নক্ষত্রের ঠোঁটে বকুল গন্ধ
আকাশের থরেথরে মেঘ পাহাড়
অপার এক বিস্ময়!
বৃষ্টি পড়ে মনের জানালায়
মন ভিজে যায় —
বিষাদ এসে সামনে দাঁড়ায়!
শ্রাবণ রাত বৃষ্টি বেহতর কদম শয্যায়
শীতের কুয়াশা এ কোন্ খেয়ালে
হলুদ সরষের অপেক্ষা ফোঁটায় ;
প্রেম,বিরহ
দু’ই আছে জীবনে ,
মন যারে চাই তারে কেউ
পায় না কেন ?
জানো কি তোমরা এর উত্তর —- ?
কাঠগোলাপে গন্ধ নেই
তবু দেখতে লাগে বেশ..
ভালবাসা কি কাঠগোলাপ হয়ে গেল শেষ মেষ…. ?
তাং: 15.10.2020
Leave a Reply