স্টাফ রিপোর্টার
কাশিপুর থানায় অবৈধ গ্যাস সংযোগ বিছন্ন করতে কুচক্রী মহলের বাঁধা।জীবন নাশের হুমকি প্রদান করেন সন্রাসী বাহিনী ও কুচক্রী মহলে।ষড়যন্ত্রকারীদের অবৈধ চক্রান্তের বেড়াজাল ছিন্ন করতে।০৮/১১/২০২০ রবিবার তিতাশ গ্যাস টি এন্ড ডি কোঃ লিঃ জাগেস্বর সাভারের ব্যবস্থপনা পরিচালক বরাবর আজিমউদ্দিন একটি লিখিত অভিযোগ দায়ের করেন।চাঁদা বাজ বাহিনীরা প্রত্যেক বাসা প্রতি চাঁদা উত্তলন করার জন্য মাস্টার প্লান তৈরি করেছেন।
দেশের চলমান অবস্থায় সরকারের উন্নয়নে বিরোধী দলের সড়যন্ত্র।জামাত শিবিরের একাধিক মামলার আসামীরা উন্নয়নে বাঁধা প্রদান করছেন।এলাকাবাসীর দাবি অনতিবিলম্বে চক্রান্তকারীদের কবল থেকে অবৈধ সংযোগ বিুচ্ছন্ন করতে।অবৈধ সংযোগ বিচ্ছিন্ন না করলে যে কোনো মুহুর্তে ভয়াবহ অগ্নিকান্ডে পরিনত হতে পারে।
এই বাহিনী বিভিন্ন দপ্তর থেকে অবৈধ ভাবে মাসোয়ারা চাঁদা উত্তলন করেন।এলাকার ময় মুরুব্বী শিশুবৃদ্ধারাও বলেন এই বাহিনীর সাথে যুক্ত আছেন অনেক বঘাটেরা।এরা মুদি দোকানি থেকে শুরু করে গার্মেন্টস কর্মীদের নিকট থেকেও চাঁদা আদায় করেন।এমন ঘটনার কথা জানতে পেরে তারই পরিপেক্ষিতে আইনপ্রয়োগকারী সংস্থা কাশিমপুর থানা থেকে একটা টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।তাৎক্ষনি চাঁদাবাজ হিমেল বাহিনী এলাকা থেকে পলায়ন করেন।
আজিমউদ্দিন বলেনঃআমি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে প্রতিবাদ করায় আমার উপরে চড়াও হয়ে হিমেল বাহিনী আমাকে জীবনে মেরে ফেলার হুমকি প্রদান করেন।ঘটনাটি তদন্ত পর্যবেক্ষন করার জন্য তিতাশ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালাকের নিকট অভিযোগ করেছি। এবং কাশিমপুর থানায় আমার জীবন বিপন্ন হবব্ওয়ার আশংখায় একটি সাধারন ডায়েরি জিডি করেছি।আমি চাই সরকারের উন্নয়নে সামীল হতে।বঘাটে যুবকদের মধ্যে বর্তমানে সরকারের ভাবমুুর্তি নষ্ট করার জন্য হিমেল বাহিনীই যতেষ্ট।
অভিযোগের পরিপেক্ষিতে একাধিক গণমাধ্যমকর্মী ঘটনাস্থল পরিদর্শন করেন।এবং আজিম উদ্দিনের অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে আইনপ্রয়োগকারী সংস্থা প্রশাসনের আশুহস্থক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
Leave a Reply