মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কিশোরগঞ্জে নারী উন্নয়ন ফোরামের মানববন্ধন ও সমাবেশ

কিশোরগঞ্জে নারী উন্নয়ন ফোরামের মানববন্ধন ও সমাবেশ

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধি \

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ডেমোক্রেসি ওয়াচ ‘অপরাজিতা’ প্রকল্পের সহযোগীতায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নারী নেত্রী ও ইউপি মহিলা সদস্যরা এ আয়োজনে উপস্থিত হয়ে তারা তাদের দাবী তুলে ধরেন। দলীয় ক্ষেত্রে দলকে সাহসী ও কার্যকরী ভূমিকা পালন করতে হবে। মানববন্ধনে উল্লেখযোগ্য দাবীসমূহ হচ্ছে- “প্রত্যক্ষ নির্বাচনে নারীদের মনোনয়ন বৃদ্ধি করতে হবে। এলাকার নারীদের অবস্থা ও অবস্থান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে এমন নারী কর্মীকে মনোনয়ন দিতে হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক তৃতীয়াংশ নারীকে দলীয় ভাবে মনোনয়ন দিতে হবে”সহ বিভিন্ন দাবী তুলে ধরা হয়।
সমাবেশে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) রবিউল ইসলাম বাবু,কিশোরগঞ্জ সদর ইউনিয়নের নারী নেত্রী ও মহিলা ইউপি সদস্য নার্গিস বেগম,বড়ভিটা ইউনিয়নের নারী নেত্রী ও ইউপি সদস্য মিনা বেগম ও গাড়াগ্রাম ইউপি মহিলা সদস্য হাসিনা বেগম প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন,অপরাজিতা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর খুরশিদা জাহান। পরে উপজেলা নির্বাচন অফিস ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের হাতে স্মারকলিপি প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD