নিউজ ডেস্ক।।
ছবিঃ সংগৃহীত
জেলার বুড়িচং উপজেলায় দাঁড়িয়ে থাকা রিকশায় ট্রাকের চাপায় রিকশাচালকসহ দুই যাত্রী নিহত হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার ময়নামতি সাহেববাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালকসহ আটক করা হয়েছে হেলপারকে।
নিহতরা হলেন- বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ডাকলাপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে রিকশার চালক মোঃ ইসমাইল হোসেন সাগর (৩০), মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভুয়াই গ্রামের আবদুস সালামের ছেলে মোঃ আবদুল আহাদ (২২) ও একই উপজেলার দক্ষিণবাগ গুচ্ছগ্রামের রজব আলীর ছেলে মোঃ ইউসুফ (২২)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সকালে ময়নামতি সাহেববাজার এলাকার একটি আসবাপত্রের দোকানের সামনে রিকশার ভাড়া পরিশোধ করছিলেন যাত্রীরা। সেসময় কুমিল্লাগামী পাথরবোঝাই একটি ট্রাক রিকশার পেছন দিকে চাপা দেয়। এতে সেসময় ট্রাকটি পাশের আসবাপত্রের দোকানে উল্টে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হয় রিকশাচালকসহ দুই যাত্রী।
ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দাঁড়িয়ে থাকা রিকশায় ট্রাকের চাপায় তিনজন নিহতের ঘটনায় ট্রাকচালক ও হেলপারসহ তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া আটক করা হয়েছে ঘাতক ট্রাক। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
Leave a Reply