শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন

কুষ্টিয়া দৌলতপুরে বজ্রপাতে তিন জন নিহত

কুষ্টিয়া দৌলতপুরে বজ্রপাতে তিন জন নিহত

নছিব উদ্দিন,দৌলতপুর প্রতিনিধি
আজ সমবার দৌলতপুরে বজ্রপাতে তিন জন নিহত হয়েছে । দুপুরের পর থেকে মুসল ধারে বৃষ্টি শুরু হয়—উপর্যুপুরি বজ্রপাতে নিহত হয় উপজেলা চক দৌলতপুর গ্রামের কৃষক নাহারুল ইসলাম(৫২) এ সময় আহত হয় তার স্ত্রী ,তাকে দৌলতপুর হাসপাতালে চিকিস্যা দেওয়া হচ্ছে । এ সময় আরো নিহত হয় চক দৌলতপুর –নাটনা পাড়া গ্রামের অটোবাইক চালক কামাল হোসেন । অপর দিকে একই দিনে বজ্রপাতে নিহত হয়েছে দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের শেরপুর সেনপাড়া গ্রামের ইরাজুল ইসলাম। এমন অনাকাঙ্খিত মৃত্যুতে চলছে শোকের মাতম ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD