মোঃ গিয়াস উদ্দিন রুবেল (নোয়াখালী প্রতিনিধি):
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে শেখ হাসিনার উপহার হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় নির্মিত ভূমিহীন ও গৃহহীনদের জন্য তৈরী করা ৩০টি ঘর হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারি) সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে উদ্বোধন করার পর উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরগুলো হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর, সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রবিউল হক, উপজেলা কৃষি অফিসার বেলাল হোসেন, বসুরহাট সরকারি মুজিব কলেজের প্রভাষক মোঃ আলা উদ্দিন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জিয়াউল হক মীর জানান, উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্মিত এ ঘর গুলো আজ শনিবার (২৩ জানুয়ারি) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী উদ্বোধন করার পর তা গৃহহীনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, প্রাথমিক পর্যায়ে কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে ৬টি, চরপার্বতী ইউনিয়নে ১৭টি, চরফকিরা ইউনিয়নে ৪টি ও মুছাপুর ইউনিয়নে ৩টিসহ মোট ৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এ ঘরগুলো হস্তান্তর করা হয়েছে। প্রতিটি ঘরের জন্য বরাদ্ধ ছিল ১ লাখ ৭১ হাজার টাকা করে।
তালিকাভূক্ত ভূমিহীন ও গৃহহীনরা হলেন, ১নং সিরাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মমতাজ মিয়ার স্ত্রী বিবি আবশা (ভিক্ষুক), ২নং ওয়ার্ডের কালা মিয়ার স্ত্রী জীবন আরা বেগম (গৃহপরিচারিকা), ৩নং ওয়ার্ডের সুজা মিয়ার স্ত্রী মজ্জতের নেছ (গৃহপরিচারিকা), ৪নং ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে মো: আলমগীর (দিন মজুর), ৭নং ওয়ার্ডের লাল মিয়ার ছেলে মো: সিরাজ (দিন মজুর), ৯নং ওয়ার্ডের একরামুল হকের ছেলে জাফর উল্যাহ (রিক্সা চালক)।
২নং চরপার্বতী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত জিন্নাত আলীর ছেলে মো: আবুল কালাম (রিক্সা চালক), আবুল হাসেমের ছেলে আবুল বাসার (কৃষক), শাহাব উদ্দিনের স্ত্রী নুর নাহার লাকি (গৃহিনী), অজি উল্যার ছেলে অলি উল্যাহ (হকার), তোফায়েল আহমদের ছেলে মো: আবুল কালাম (সবজি বিক্রেতা), মো: সোলেমানের ছেলে মো: আবুল হাসেম (হকার), আব্দুল বারেকের ছেলে আবু তাহের (রিক্সা চালক), ৪নং ওয়ার্ডের আবুল বাশারের স্ত্রী হাছিনা আক্তার (গৃহিনী), আব্দুল আলীর স্ত্রী আলেয়া বেগম (গৃহিনী), ছায়দল হকের ছেলে আমিন উল্যাহ (দিন মজুর), ৭নং ওয়ার্ডের নুরের জামানের ছেলে খুরশিদ আলম (দিন মজুর), আব্দুল মালেকের ছেলে মো: নূর নবী (রিক্সা চালক), জামাল উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (রিক্সা চালক), সামছুল হকের স্ত্রী জাহেদা বেগম (গৃহিনী), মাহবুব হকের স্ত্রী বিবি জহুরা (গৃহিনী), আবু নাছেরের ছেলে মো: ফারুক (রিক্সা চালক), আব্দুল জলিলের স্ত্রী অজিবা খাতুন (গৃহিনী)।
৫নং চরফকিরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের আব্দুল বারিকের স্ত্রী মাজেদা খাতুন (গৃহিনী), ৫নং ওয়ার্ডের জাকির হোসেনের ছেলে মো: ফখরুল হোসেন (দিনমজুর), ৯নং ওয়ার্ডের ওবায়দল হকের ছেলে মো: ইউছুপ (দিন মজুর), আবুল বাশারের স্ত্রী বিবি রহিমা খাতুন (গৃহিনী)।
৭নং মুছাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আবদুছ ছোবহানের ছেলে আব্দুল মতিন (দিন মজুর), সুলতান আহমদের ছেলে আবুল কালাম (দিন মজুর) ও ৭নং ওয়ার্ডের আব্দুল আলীর ছেলে আব্দুল রহিম (দিন মজুর)।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রত্যেক গৃহহীন পরিবারকে বন্দোবস্ত রেজিষ্ট্রি মূলে ২ শতক জমিসহ ২ কক্ষের একটি সেমিপাকা ঘর প্রদান করা হয়েছে।
জানা গেছে, প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপে আরো ১৪৭টি ঘর বরাদ্ধ হয়েছে। ইতিমধ্যে সেই ঘর গুলো প্রদানের লক্ষ্যে গৃহহীন পরিবার গুলোর তালিকা তৈরীর কাজও শেষ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় ধাপের ঘর গুলো আগামী ১৭ মার্চ প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পর হস্তান্তর করা হবে।
Leave a Reply