নিউজ ডেস্কঃ
চলতি বছরের মে মাসে মা হয়েছিলেন টলিউড তারকা কোয়েল মল্লিক। পুত্র সন্তানের ছবি প্রকাশ করে সবার ভালোবাসা পান তিনি। কিন্তু কোয়েলের ছেলের নাম কী? এতদিন ধরে জল্পনার শেষ ছিল না। এতদিন পর প্রায় ৫ মাসের মাথায় নিজের ছেলের নাম প্রকাশ করলেন কোয়েল।
এই সময় জানিয়েছে, কোয়েল তার ছেলের নাম রেখেছেন-‘কবীর’। স্বামী নিসপালের সঙ্গে ছেলের ছবি দিয়ে কোয়েল লেখেন, ‘মহা অষ্টমীর এই আনন্দের মুহূর্তে আমরা আমাদের সন্তানের নাম সকলের সঙ্গে শেয়ার করে রাখলাম। ওর নাম কবীর।’
সন্তান জন্মের পরও কোয়েল লিখেছিলেন, ‘আমাদের ছোট্ট সদস্য আজ সকালেই পৃথিবীতে এসেছে। আপনাদের সকলের সঙ্গে এই খুশি ভাগ করে নিলাম। আমাদের প্রাণভরে আশীর্বাদ করবেন।’
এরপরেই তারকা থেকে আমজনতা সকলেই শুভেচ্ছা জানান কোয়েলকে। সেই তালিকায় ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আবির, পরম, ঋতুপর্ণা সেনগুপ্ত, মিমি, শুভশ্রী, রাজ সকলেই।
সাত বছরের দাম্পত্য জীবনে আজও কোয়েল-রানে একে অপরের ভীষণ ভালো বন্ধু। কোনও রকম গুজবকে পাত্তা দেননি তারা। মা হতে চলেছেন এই খবর নিজেই জানিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তখন শুভেচ্ছা বার্তায় উপচে পড়েছিল তার পোস্টের নিচে।
Leave a Reply