সংগৃহীত ছবি।
কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকেই নিম্নচাপটি শক্তি হারাতে শুরু করে। বর্তমানে সেটি একেবারেই শক্তি হারিয়েছে। ফলে ভঁয়ের কোনও কারণ নেই। ফলে অষ্টমী কাটবে একেবারে স্বস্তিতে। অর্থাৎ যে নিম্নচাপটি নিয়ে পুজোয় বৃষ্টির ভয় ছিল তা স্থলভাগে এসে শক্তি হারিয়েছে। ফলে ভয়ের কোনও কারণ নেই। তার জেরেই সপ্তমীর সন্ধ্যা থেকে আবহাওয়ার উন্নতি হয়েছে। আজ দুপুরের পর থেকে আকাশ আরও পরিষ্কার হয়ে যাবে। সাগরদ্বীপের কাছে থাকা নিম্নচাপ ধীরে ধীরে সরছে বাংলাদেশের দিকে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ থেকে আবহাওয়ার উন্নতি। সুতরাং অষ্টমীতে স্বস্তির খবর ৷ হাওয়া অফিস বলছে, যে নিম্নচাপটি নিয়ে পুজোয় বৃষ্টির ভয় ছিল তা স্থলভাগে এসে শক্তি হারিয়েছে। ফলে ভয়ের কোনও কারণ নেই। তার জেরেই সপ্তমীর সন্ধ্যা থেকে আবহাওয়ার উন্নতি হয়েছে। আজ দুপুরের পর থেকে আকাশ আরও পরিষ্কার হয়ে যাবে। সতর্কতা হিসেবে, উপকূলবর্তী অঞ্চলগুলিতে ফেরি বন্ধ রেখে, মৎস্যজীবীদের সতর্ক করে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছিল প্রশাসন। অ্যালার্ট করা হয় প্রতিটি থানাকে। কিন্তু এর মধ্যেই হঠাৎ বদল, সুপ্রসন্ন হয়েছেন প্রকৃতি।
Leave a Reply