স্বপন কুমার রায খুলনা ব্যুরো প্রধান।।
খুলনার দাকোপের লাউডোবের হরিনটানায় একটি তুলার ঘরে আগুন লেগে ভর্ব্যিভুত হয়েছেে একটি দোকান ঘর ।সরোজমিনে জানাযায় আজ ১৫ নমেম্বর রবিবার বেলা ১২টারদিকে লাউডোবেরর হরিনটানার পপুলার সমিল সংলগ্ন তপন রায়ের আংশিক ভাড়া দোকান ঘরের ভাড়াটিয়া তুলা ব্যবসায়ী কালীগন্জ থানার ভদ্রা গ্রামের ফজর আলীর ব্যাবসায়ী তুলার দোকান। স্হানীয় পত্যক্ষো দর্শিরা জানায় ফজর আলীর ছেলে (১৩) আশরাফ কারিকর
ঐ ঘরে রান্নার মাঝামাঝি সময় এই অগ্নিপাতের সুত্রপাত ঘটে। খবর পেয়ে এলাকার হাজার হাজান মহিলা পুরুষ ঘটনাস্হলে সুজ্রয় সরকারের নেতৃত্বে ইউনুচ ব্যাপারী,মমতাজ ব্যাপারী, খোকন সরদার,, প্রান্ত রায, মিলন সরকার,বালতি, জগ ও পানিসেচ পাত্রনিয়ে ও বালুদিয়ে আগুন নিভানোর চেষ্টা চালায়।প্রায় দুইঘন্টাযাবৎ পানি সৌচের পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।এ ব্যাপারে তুলা ব্যাবসায়ী ফজর আলী জানান এই অক্খাখীত দুর্ঘটনায় প্রায় আড়াই লক্ষ টাকার খয়ক্ষতি হয়েছে।
Leave a Reply