মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন

খুলনার দাকোপের লাউডোব খুটাখালী দাতব্য চিকিৎসালয়টি পুনরায় চালু, অবৈধ্য দখলদারদের উচ্ছেদে মানব বন্ধন

খুলনার দাকোপের লাউডোব খুটাখালী দাতব্য চিকিৎসালয়টি পুনরায় চালু, অবৈধ্য দখলদারদের উচ্ছেদে মানব বন্ধন

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপের লাউডোবে ১৫০ বছরের ঐতিহ্য বহনকারী দাতব্য চিকিৎসালয়টিপুনরায় চালু ও অবৈধ্য দখলদারদের উচ্ছেদ করার দাবিতে মানব বন্ধন ও গনস্বাক্ষর সচেতন দাকোপ বাসীর আয়োজনে আজ ২ ডিসেম্বর সকাল ১১টারদিকে চিকিৎসালয়ের সামনে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠেন চত্তরে ইটবালু ব্যবসা বন্দ করা,প্রতিষ্ঠানটিতে বাউন্ডারী দিয়ে ঘেরা দেওয়া,সপ্তাহে একবার উপজেলা স্বাস্য কমপ্রেস্ক্র থেকে ডাক্তার এসে সেবা প্রদান করার দাবিতে কর্মসুচি গ্রহন করা হয়।চন্দন ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মানষ রায়,নিহার রন্জন মৃধা,কালিপদ বিশ্বাস, অধ্যাপক,ধ্রুব শংকর রায়,লাউডোব ইউনিয়ন আওয়ামীলীগের সসভাপতি তপন রায়,ভয়েস অব দদাকোপের সহসভাপতি অরুপ রায় তপু সরকার,,রিতা সরকার, বক্ত্যরা বলেন এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি সচল করে অবৈধ্য ভাবে দখল কারিদের উচ্ছেদ করে ঐতিহৌবাহী প্রতিষ্ঠান টি বাচিয়ে রাখা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD