সুরজিৎ চক্রবর্ত্তী।।
কিছু কথা তোর মনেই
চাপা থাক
শীতের কুয়াশার মতো ,
জানি অর্ধেক পথে পাহাড় জেগে আছে
নীরব সে আঙুলে অস্থির মেয়েমানুষী ,
যৌনতা বিরল প্রেমাস্পদ যেন l
বহুদূর যেতে গিয়ে ফিরে আসি
জানা হয়নি সেই অর্ধেক,
কবোষ্ণ বুকে ওরা থাকে
ওমের মতো অথবা আকুলি -বিকুলির মতো ,
ছল ছল সে জলধারায় সবুজের পাশে গেরুয়া বেঁধেছে ঘর ,,,,
ভেসে যাওয়ার সে প্লাবনে
অপ্রয়োজনীয়র মতো ভেসে ভেসে হাতড়াই স্থিতি ,
এভাবেই লোক ভালোবাসে
ডুবে যেতে যেতে কেউ খড় – কুটো পায় যেমন !
Leave a Reply