(নির্বোধ গরুর অব্যাক্ত ভাষা নিয়ে নিবেদন)
বিনয় মন্ডল
.
আমরা নির্বোধ বুদ্ধিহীন গরু
সভ্যতা থেকে সভ্যতা ধরে
লাঙ্গলের ফালায় তোমাদের অনবরত
উন্নত করে ফসলে ভরেছি গোলা।
.
আমাদের দুধ আর মাংসে আজম্ম
তোমাদের শরীর মোটাতাজা করে
পূরণ করেছি আমিষের অভাব
চামড়া ও লোমে শরীর ঢেকেছো
তৈরী করেছো জুতা ও পোষাক
শিং ও হাড়ে জামায় পড়েছো সুদৃশ্য বোতাম।
.
আমরা বলদ প্রাচীন সভ্যতা ধরে
কাঁধে তুলে নিয়েছি জোঙ্গাল
যুগ যুগ ধরে তোমাদের ঘানি টেনে
লাঙ্গন ও মইয়ে চাষাবাদ করে
সমতল করেছি তোমাদের জীবন।
.
অথচ আজ সভ্যতার বুক চিরে
আবাদী জমি অনাবাদি করে
ভেঙ্গেছো ফসলের চির ঘুম
আমাদের অবাধ বিচরণ বন্ধ করে
অনবরত গরু বলে গালি দিয়ে
গলায় পড়িয়েছো লম্বা দড়ি
মাঠ থেকে গোয়ালে বন্দি করে
বারংবার করিয়েছো কৃত্রিম স্নান
আমরা তবুও মুখ বুজে সহ্য করে
লাঙ্গলের ফালায় কষ্টের ঘামে
ফলিয়েছি মাঠে সবুজ ফসল।
.
আমরা নির্বোধ বুদ্ধিহীন গরু
পরস্পর শিং দিয়ে তোমাদের তাড়া করে
জ্বলে উঠি যদি গোয়াল থেকে গোয়ালে
তোমাদের কে বাঁচাবে তখন?
.
তবুও পেট ভরে যদি খড়-কুটা দাও
লাঙ্গল ও মইয়ে আবাদ করবো জমি
দুধ ও মাংসে মিটাবো আমিষের অভাব
গ্রাম জুড়ে ভরে দিবো ফসলের উল্লাস।
.
লালবাগ, ঢাকা
২৮.০৮.২০
Leave a Reply