রুনা লায়লা
ঠোঁট কাটে কাঁপে চোখ
শোলায় অঙ্গার মন
দুরু দুরু বুক নিয়ে
তাকায় সারাক্ষণ
পাশে দেখে আগে যায়
চুপসে অন্তর-জামি
সেই খানে বসে শুয়ে
হাসে শুভকামী
মায়ার বাঁধন এমন বাঁধন
উপচে ওঠা হাই
দেহ মগজ পুড়ে গলে
গোর শ্মশানে ঠাই
শিরদাঁড়া ক্ষয়ে-ক্ষয়ে
নুয়ে আছে মুখ
সেই জানে লড়াই ভীষণ
উল্টো পাড়ার দুখ ।।
Leave a Reply