রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অঙ্গনে ব্রাহ্মণবাড়িয়ার রিদিতা ইসলাম শ্রেয়া পুরস্কৃত কন্ঠের মুগ্ধতায় ও উপস্থাপনার নান্দনিকতায় আলোচিত এক নাম মাসুদ রানা বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশএর অভিষেক অনুষ্ঠিত বিশ্ববাঙালি সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা ২৭ সেপ্টেম্বর কসবায় চকচন্দ্রপুর ইসলামিয়া হাফিজিয়া মাদরাসায় হিফজুল কোরআন বিভাগের ৪ ছাত্রের শেষ ছবক প্রদান
গুজরাতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জনের মৃত্যু

গুজরাতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জনের মৃত্যু

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

সাত সকালেই ভয়াবহ দুর্ঘটনা গুজরাতের ভদোদরায় ৷ দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ আহতের সংখ্যা ১৭ ৷ তাদের মধ্যে বেশ কিছু জনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷ সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ভদোদরায় একটি ক্রসিংয়ের কাছে দু’দিক থেকে আসা দুটি ট্রাকের এদিন মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ট্রাকটিতে ড্রাইভার এবং তার সহকারি ছাড়াও আরও বেশ কয়েকজন যাত্রী ছিলেন বলেই জানা গিয়েছে ৷ সুরাত থেকে তাঁরা ট্রাকে উঠেছিলেন ৷ প্রচণ্ড জোরে দুটি ট্রাকের সংঘর্ষের পর ট্রাকটি থেকে রাস্তায় ছিটকে পড়েন বেশ কয়েকজন যাত্রী ৷ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় কয়েকজনের ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ এরপর আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে ৷ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। তিনি জানিয়েছেন, ভদোদরার দুর্ঘটনার খবরে তিনি মর্মাহত। প্রশাসনের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে ৷ ট্যুইট করে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD