তাহমিনা শিল্পী
জাগতিক যন্ত্রনার পাঁপড়িগুলো জড়ো হয়ে
গোটা শহরটা ঢেকে দিয়েছে কালো চাদরে।
সামনে শ্রাবণ নেই।
শূচিস্নানে পঙ্কিলমুক্ত হতে বড় দেরি হয়ে যাবে!
এসো,দু’হাতে আঁধার কুড়াই।
সাম্যের উষ্ণ আলিঙ্গনে আগুন জ্বালাই-
পুড়িয়ে ভষ্ম করে দেই রঙ্গশালার তাবত অন্ধকার।
দেবতার হাত থেকে ঝরুক নৈবেদ্যের ফুল
আমরা সাজাই মানবিক জীবন।।
Leave a Reply