জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন পুরাতন গাড়ী, গাছপালা, আসবাবপত্র, পত্রিকা, ব্যবহৃত কাগজপত্র গারবেজ ও অন্যান্য অস্থাবর পুরাতন মালামাল নিলামে বিক্রি করার নিমিত্তে প্রক্টর ড. মোস্তফা কামালকে সভাপতি করে স্থায়ী নিলাম কমিটি গঠন করা হয়েছে।
গত মঙ্গলবার (৮ ডিসেম্বর) উপাচার্য মহোদয়ের আদেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন জবির ছাত্র কল্যাণের পরিচালক ড. মোহাম্মদ আব্দুল বাকী, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক কাজী মোঃ নাসির উদ্দীন, পরিবহন পুলের প্রশাসক অধ্যাপক আবদুল্লাহ্-আল্-মাসুদ, প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী, রেজিস্ট্রার দপ্তরের সহকারী রেজিস্ট্রার/ডেপুটি রেজিস্ট্রার (এস্টেট শাখা) জনাব মোহাম্মদ কামাল হোসেন সরকার। উক্ত কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের উপ-পরিচালক জনাব সৈয়দ আলী আহমেদ।
Leave a Reply