কোজাগরী
যে পথে কথা শেষ হয় ; শুরু হয় বৃষ্টি
সে পথে দাঁড়িয়ে মানুষ-ই। জীবন হাত ধরে।
যতদিন প্রেম থাকে ; প্রেমের মানুষ থাকে
ততদিন গায়ে লেগে থাকে চন্দনের গন্ধ।
শতাব্দী পেরিয়ে ক্ষত নিয়ে
চীনের প্রাচীরের মতো অবশিষ্ট থাকে জ্যোৎস্না ভেজা স্মৃতি।
জলস্তর বাড়ে ; বন্যা আসে
অশ্বত্থের পাতায় প্রশান্ত মহাসাগর
যন্ত্রণায় স্তব্ধতা…
Leave a Reply