শনিবার, ২২ মার্চ ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে যুব সমাজের করনীয় ও মানসিক স্বাস্থ্যের ভূমিকা শীর্ষক সেমিনার

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে যুব সমাজের করনীয় ও মানসিক স্বাস্থ্যের ভূমিকা শীর্ষক সেমিনার

মোঃ আমির হোসেন, ঝালকাঠি ঃ
সোমবার সকালে নলছিটি চায়না মাঠ সড়ক ফিরোজা আমু স্মৃতি পাঠাগার (এফ এ এস পি) কার্যালয় আয়োজিত নলছিটি উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যুব নেতাদের নিয়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে যুব সমাজের করনীয় এবং সামাজিক প্ররোচনায় আত্মহত্যা ঘটার কারন, প্রতিকার ও সামাজিক সচেতনতা এবং মানসিক সুস্থ্যতা অর্জনের নানান কৌশল নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সমাপনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাখাওয়াত হোসেন। সভায় সভাপতিত্ব করেন নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক ও সুজন-সভাপতি মোঃ খলিলুর রহমান মৃধা। এ অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন ও বক্তব্য রাখেন উচ্ছাসের সাধারন সম্পাদক মোঃ আলআমিন,স্বস্তিকথন এর আহবায়ক আসিফ চৌধুরী, বিডিলিসেনার্সের সিইও ফয়সাল আহম্মেদ রাফি ও উচ্ছাসের ঝালকাঠির কো-অডিনেটর সাথী আক্তার।
বক্তারা বলেন,আত্মহত্যা ঠেকাতে সচেতনতার বিকল্প নেই। সাধারন মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে,জাগ্রত করতে হবে সুস্থ্য মানবিক মূল্যবোধ। হতাশাগ্রস্থ্য মানুষকে তাদের জীবনের প্রতি ভালবাসার উদ্বুদ্ধ করতে হবে।তবেই মানুষের আত্মহত্যা প্রবনতা কমে যাবে। জলবায়ু পরিবর্তনের ফলে মানুষ নানা ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে,প্রতি বছর বিশ্বে ৮ লাখেরও বেশী মানুষ আত্মহত্যা করছে। জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চল বরিশাল বিভাগ সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD