হিরু কান্তি দাশ,বান্দরবান প্রতিনিধি।।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক
সভায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, ইতিহাসের আরাধ্য পুরুষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তাঁর জীবন ও কর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
আজ মঙ্গল বার সকালে ১১: ০০ ঘটিকায় সচিবালয়ের সভাকক্ষে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মেসবাহুল ইসলাম।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি।
এর পরে সভাকক্ষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ সহ ১মিনিট নিরবতা পালনের মাধ্যমে ১৯৭৫ সালের ১৫ আগষ্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
Leave a Reply