আকিবুজ্জামিনঃ
মানুষের জীবন একটা নাটকিও মঞ্চের থেকেও নাটকিও,জীবন যুদ্ধে ব্যর্থতা হাসি কান্না জয় পরাজয় দুঃখ কষ্ট থাকে,এটা নিয়ে বেচে থাকার নাম জীবন।জীবন কে একটা যুদ্ধ ক্ষেত্র বলা চলে,যুদ্ধ ক্ষেত্রে যেমন প্রতি পক্ষ সব সময় আক্রমণ করার জন্য প্রস্তুত থাকে ঠিক তেমনি আমাদের জীবনেও, আক্রমণ করার মতো প্রতিপক্ষের অভাব নেই।তাই জীবন কে এমন ভাবে সব সময় তৈরি করতে হবে যাতে করে সব সময় প্রতিপক্ষের আক্রমণ মোকাবেলা করা জায়।ভেঙ্গে পড়ার জন্য মানুষের জীবন নয়।সাফলতার মূল মন্ত্র হলো আত্মবিশ্বাস,যেমন ক্রিকেট এর জগনে এক কিংবদন্তি ব্যাটসম্যান ক্রিস গেইল তার ছোট বেলায় ঠিক মতো খাওয়া হতো না,সে জন্য সে একবার চুরি করে ধরা খাইছিলো,তার কঠোর পরিশ্রম ও আত্নবিশ্বাসী মন তাকে আজ সাফল্যের রাজত্ব এনে দিয়েছে।রাষ্ট গঠনের মূল মন্ত্র যেমন ৫ টি ঠিক তেমনি জীবন গঠনের মূল মন্ত্র ২ টি অধ্যাবসায় ও গভীর সাধনা, একজন মানুষকে জীবনে সাফল্য অর্জন করতে হলে এ গুন তার মধ্যে থাকা দরকার।কেউ প্রতিস্ঠিত হয়ে জন্মায় না। তার দক্ষতা ও মেধা বলে সে সমাজে জায়গা করে নেয়।মানুষ নিজের সার্থের জন্য রং বদলায়,বদলায় দিন, বদলায় মাস, বর্তমানে বিশ্বে যত গুলা প্রতিষ্ঠিত ব্যক্তি আছে তাদের জীবন পর্যালোচনা করলে দেখা জাবে তারা কেউ সহজে তাদের এই জায়গায় আসতে পারেনি,ছোট ছোট বালু কনা, বিন্দু বিন্দু জল,গোড়ে তোলে মহা সমুদ্র, সাগর অতল।কোনো কিছুই ছোট নয়,তাই সে যে কাজই হোক না কেনো।মানুষের অধ্যাবসায় থাকলে সে সব কিছুই করতে পারে।তাই সকলের উচিত পারব না আমি পারিনা বুঝিনা এই কথা গুলা চিন্তা না করে
আমি পরি পারব এবং করব এই মনোভাব নিয়ে সামনে এগিয়ে জাওয়া,আমরা ছোট বেলায় উঠে দাড়াতে পারতাম না আর আজ আমরা দুর্দান্ত কাজ করি প্রগতির সাথে,আমরা কিন্তু একবারে হাটতে শিখিনি,তাই একবারে সাফলতা আসবে না ধর্য ধরে কাজ করলে সাফল্য অনিবার্য।
Leave a Reply