বুধবার, ০৯ Jul ২০২৫, ০১:২৯ অপরাহ্ন

ডাক ছেড়ে ডাক্তার

ডাক ছেড়ে ডাক্তার

বিদূষক অরিন কবি

কলকাতা।।

অনেক রাতের অসুস্থতায় শেষে
ডাক্তারের বাড়ির কাছে
হত্যে দিলাম এসে!
কেবল ডাকি, কেবল ডাকি
” ও ডাক্তারবাবু “!
মিললো না হায় কোন সাড়া
এক্কেবারে কাবু!
বন্ধু পাশে বললো” গাধা,
ডাক ছেড়ে তুই ডাক”
” তারবাবু ও তারবাবু “ডাক
দিতেই গো অবাক!
অনেক রাতে তার এসেছে
ভেবেই টেলিগ্রাম,
দরজাখুলেই ডাক্তার সে
করলো হা বদনাম?
” টেলিগ্রামের নামে চেঁচাও !
কী সে তোমার নাম? ”
আমি বলি ” ডাক – ছেড়ে হায়
আপনাকে ডাকলাম !”

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD