নিজস্ব প্রতিনিধি:
গতকাল (১৬ জানুয়ারি) শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলাধীন মেহারী ইউনিয়নের ঢাকায় বসবাসকারী নাগরিকদের সংগঠন ‘ঢাকাস্থ মেহারী ইউনিয়ন কল্যাণ সংগঠন’ আত্মপ্রকাশ করে। ঢাকার খিলগাঁও তালতলা রোডের ব্লু মুন রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে সংগঠনটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। সীমান্ত সিরাজের সঞ্চালনায় সংগঠনের সভাপতি মোঃ মোরশেদুল আলমের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কসবা উপজেলার চেয়ারম্যান জনাব রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন। মূলবক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাসুম মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মাহমুদুর রহমান (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, আল আরাফা ইসলামি ব্যাংক লিঃ) মেহারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ শামসুল হক, শ্রম অধিদপ্তরের উপপরিচালক মোঃ সাইকুল ইসলাম, কবি ও গবেষক এস এম শাহনূর, বানিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ লুৎফর রহমান, অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন,ডাঃ সাবরিনা, মেহারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোশাররফ হোসেন মোর্শেদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল আওয়াল সহ ঢাকায় বসবাসকারী অত্র ইউনিয়নের প্রায় দুইশতাধিক নানান পেশার লোকজন। অনুষ্ঠানে সকলের সহযোগীতা নিয়ে একটি মাদকমুক্ত আধুনিক মেহারী ইউনিয়ন বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রধান অতিথি তাঁর মূল্যবান বক্তৃতায় ঢাকাস্থ মেহারী ইউনিয়ন কল্যাণ সংগঠনের সকল গঠনমূলক কাজে সকল প্রকার সহযোগিতার কথা বলেন।
দ্বিতীয় পর্বে প্রীতিভোজের মাধ্যমে অভিষেক অনুষ্ঠানের পর্দা নামে।
Leave a Reply