সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

শিরোনাম :
সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অঙ্গনে ব্রাহ্মণবাড়িয়ার রিদিতা ইসলাম শ্রেয়া পুরস্কৃত কন্ঠের মুগ্ধতায় ও উপস্থাপনার নান্দনিকতায় আলোচিত এক নাম মাসুদ রানা বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশএর অভিষেক অনুষ্ঠিত বিশ্ববাঙালি সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা ২৭ সেপ্টেম্বর কসবায় চকচন্দ্রপুর ইসলামিয়া হাফিজিয়া মাদরাসায় হিফজুল কোরআন বিভাগের ৪ ছাত্রের শেষ ছবক প্রদান
ঢাকা টেস্টে সাকিবের বদলি সৌম্য

ঢাকা টেস্টে সাকিবের বদলি সৌম্য

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ
ঢাকা টেস্টে সাকিব আল হাসান খেলতে পারবেন না তা আগেই নিশ্চিত করা হয়েছিল। তার বদলে কে স্কোয়াডে জায়গা পাবেন তা নিয়ে চলছিল আলোচনা। শেষমেশ সাকিবের শূন্যস্থানে সৌম্য সরকারকে ডাকলো বাংলাদেশ।

ওয়ানডে সিরিজ চলাকালীন বাঁ পায়ের কুচকিতে ব্যথা পান সাকিব। শঙ্কা জেগেছিল টেস্টে তার খেলা নিয়ে। তবে সেই শঙ্কা কাটিয়ে ঠিকই প্রথম টেস্টে খেলতে নামেন সাকিব। যদিও ভাগ্য সহায় হয়নি।

প্রথম টেস্ট চলাকালীন আবারও চোট পান বাঁহাতি এ অলরাউন্ডার। বোলিং করার সময় বল ধরতে গিয়ে বাঁ পায়ের উরুতে চোট পান তিনি। চোট পেয়ে মাঠ থেকে উঠে যেতে হয় এই অভিজ্ঞ অলরাউন্ডারের। প্রথম টেস্টে তো আর মাঠে ফেরা হয়নি, এমনকি দ্বিতীয় টেস্ট থেকেও ছিটকে গিয়েছেন তিনি।

প্রথম টেস্টেই সাকিবের অভাব হাড়েহাড়ে টের পেয়েছে বাংলাদেশ দল। তার অভাব পূরণ করার নয়। তবে শূন্যস্থানে তো কাউকে আনতে হবে। দ্বিতীয় টেস্টে তাই ডাকা হলো সৌম্যকে। সাকিবের চোটের কারণে কপাল খুললো তার। সাকিবের সাথে কোনো পরিস্থিতিতেই সৌম্যে তুলনা চলে না। তবে বাঁহাতি ব্যাটসম্যান সৌম্যকে ব্যাটিংয়ের জন্যই দলে নেওয়া যেতে পারে। প্রথম টেস্টের প্রথম ইনিংসে যে সাকিব করেছিলেন ৬৮ রান।

সৌম্য সাদা পোশাকে খেলেছেন মোট ১৫টি ম্যাচ। ২৮ ইনিংসে তিনি করেছেন ৮১৮ রান। ব্যাটিং গড় ২৯.২১। ক্যারিয়ারে সেঞ্চুরি আছে একটি, সেটি নিউজিল্যান্ডের মাটিতে এবং হাফ সেঞ্চুরি আছে ৪টি। বল হাতে মিডিয়াম পেসে নিয়েছেন ৩টি উইকেট।

বাংলাদেশের পক্ষে সর্বশেষ সাদা পোশাকে এই ক্রিকেটারকে দেখা গিয়েছিল ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে। টেস্ট ক্রিকেটের নবীনতম দলের কাছে বাংলাদেশের লজ্জাজনক হারের পরে আর এই সংস্করণে খেলার সুযোগ পাননি সৌম্য। সাকিবের সর্বনাশেই সৌম্যের পৌষ মাস হলো।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে আগামী ১১ ফেব্রুয়ারি, মিরপুরে। সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় হারে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD