আফরিনা পারভীন
বসন্তের রঙ নিয়ে
জীবন যখন ফেরি করে,
অগোছালো ভাবনায়-
পাখা মেলে মন ধূসর আলোয়।
বর্ণছটা খেলায় মাতে তার সাথে।
স্পর্ধাটা বেশী না হলে
রং হারায় না কেন জীবনে?
সব রঙ যখন মুছে যায়,
সব কালো যখন রঙ বদলায়
আপনা বলি দেয় মন বিসর্জনে
সর্বগ্রাসী ক্ষুধায় বড়ই নিপীড়নে।
রঙ রয়ে যায় তখন ও জীবনে
সে রঙ বড়ই অদ্ভূত বড়ই অচেনা।
জীবন আবার ও রঙ বদলায়
কোন বসন্ত বেলায়।
———ধন্যবাদ———
Leave a Reply