স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের কান্দিপাড়ায় একদল তরুণের স্পর্শে পরিচ্ছন্ন হয়ে উঠছে বহুদিনের আবর্জনার স্তূপ, দুর্গন্ধে নাকাল এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‘পরিচ্ছন্ন কান্দিপাড়া গড়ি, সুস্থ্য থাকি-ভাল থাকি’ এই শ্লোগানকে সামনে রেখে একদল উদ্যোমী তরুনের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
মহল্লার বিভিন্ন স্থানে তারা দিনব্যাপী এ পরিস্কার পরিচ্ছন্নতা করে।
পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী সদস্যরা এলাকার বিভিন্ন স্থানে, সড়কের দু’পাশে ময়লা আবর্জনা পরিস্কার করে
এবিষয়ে তরুণদের পক্ষে তৌসিফ আহমেদ ইমরান বলেন, “সুস্থ্ ও ভালো থাকতে পরিস্কার পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই। “আমরা আমাদের নিজ এলাকা পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচী শুরু করেছি। এখন থেকে এ কর্মসূচী অব্যাহত থাকবে।”
পরিস্কার পরিচ্ছন্ন করে সুস্থ থাকার প্রত্যয়ে পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন অভিযানে অংশগ্রহণকারী সদস্যরা। এসময় এ অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
Leave a Reply