মেহেরুন্নেশা চৌধুরী হরফে ঝর্ণা
তুমি যখন জড়িয়ে ধর
মনের কোনে ব্যাথা ভুলি
তুমি যখন জড়িয়ে ধর
আমি তখন আনন্দ বিগলিত
নিজের প্রতি বিশ্বাসে বাঁচি
তুমি যখন জড়িয়ে ধর
জীবন খুলে শ্বাস নিয়ে চলি
তুমি যখন জড়িয়ে ধর
ভুল ভাবনা ঠিক করে চলি
আপনি আপন চলার ছন্দে
আলোকের ঝরণাধারায় বলি
তুমি যখন জড়িয়ে ধর
নতুনভাবে আকাশ টাই চোখ মেলি
তুমি যখন জড়িয়ে ধর
কান্না গুলো গোপন করে
আবার ভালো বাসায় মাতি
তুমি যখন জড়িয়ে ধর
দুঃখ সরিয়ে সুখ আঁকড়ে থাকি
ক্ষোপের আগুন ঝেড়ে ফেলি।
তুমি যখন জড়িয়ে ধর
ক্লান্তি আমার গ্রাস করে নাকো
মন কে মেঘের কোলে ছড়িয়ে
ভাসিয়ে দিয়ে একটি কথায়
সর্বদা মেনে শান্তির নীড়ে
সদা সুখে বসবাস এই
প্রতিজ্ঞাপালন করি।।
Leave a Reply