মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:১৩ অপরাহ্ন

তোমাকে দেখেছিলাম

তোমাকে দেখেছিলাম

সুলতানা ফিরদৌসী।।

প্রথমবার,
তোমাকে যখন দেখেছিলাম,
আমার মন তখন টিয়ের মত সবুজ ছিল ৷
দ্বিতীয়বার,
তোমাকে যখন দেখেছিলাম,
আমার খোঁপায় বকুলগন্ধ ছিল ৷
তৃতীয়বার,
তোমাকে যখন দেখেছিলাম,
আমার হৃদয়, গ্রীবায় কাঁপন ছিল
অথচ,
সেদিন তোমাকে দেখলাম এক অনিশ্চিত কোলোহলে,
যেখানে,
লাল, নীল, সবুজ আর ছাঁই রঙের কষ্ট ৷

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD